---Advertisement---

গডফাদার ছাড়াই সফল অক্ষয়, শাহরুখের অভিনয় ‘বিরক্তিকর’! চাঁচাছোলা নাসিরউদ্দিন

Sabir

Published

naseeruddin shah

Join WhatsApp

Join Now
---Advertisement---

নাসিরউদ্দিন শাহের ভাইরাল সাক্ষাৎকারে চমক! অক্ষয়ের প্রশংসা, শাহরুখের অভিনয় নিয়ে কড়া মন্তব্য। জানুন বিস্তারিত।বলিউডে খোলামেলা মন্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন প্রবীণ অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ না থাকলেও, তাঁর মুখের স্পষ্টভাষিতা বহুবার বিতর্কের জন্ম দিয়েছে। সম্প্রতি একটি পুরনো সাক্ষাৎকার ফের ভাইরাল হয়েছে, যেখানে অক্ষয় কুমার ও শাহরুখ খানকে নিয়ে তাঁর মন্তব্য নতুন করে চর্চা শুরু করেছে।

নাসিরউদ্দিনের স্পষ্ট জবাব

সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল— খান, কুমার বা দেবগণদের মতো তারকাদের ছবি কি তিনি দেখেন? নাসিরউদ্দিন অকপটে বলেন-“আমি এঁদের কারোরই ছবি দেখার চেষ্টা করি না।”তিনি জানান, অনেকের সঙ্গেই কাজ করেছেন, কিন্তু খুব কম অভিনেতাই তাঁকে সত্যিই মুগ্ধ করতে পেরেছেন।

Read More- LIC-র নতুন দুই স্কিম: মধ্যবিত্ত ও নিম্ন আয়ের জন্য বড় সুখবর

অক্ষয়ের প্রশংসা: “নিজের জায়গা নিজেই তৈরি করেছে”

“অক্ষয় কুমার এমন একজন, যিনি কোনও গডফাদার ছাড়াই বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন।”
নাসিরউদ্দিনের মতে, অক্ষয়ের কর্মনিষ্ঠা ও ধারাবাহিক উন্নতি তাঁকে আজকের অবস্থানে এনেছে। তিনি ‘মোহরা’ ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করেছিলেন এবং সেখান থেকেই তাঁর পেশাদারিত্ব লক্ষ্য করেছিলেন।

শাহরুখকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য

সাক্ষাৎকারে প্রশ্ন আসে, শাহরুখ খানও তো কোনও গডফাদার ছাড়াই বলিউডে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন?
জবাবে নাসিরউদ্দিন বলেন—“হ্যাঁ, তাই ওর প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু একজন অভিনেতা হিসেবে শাহরুখ এখন একটু বিরক্তিকর হয়ে উঠেছেন।”তাঁর মতে, শাহরুখ আগে যতটা স্বতঃস্ফূর্ত ছিলেন, এখন ততটাই ‘প্যাটার্ন’-এর মধ্যে আটকে গেছেন।

শেয়ার করুন

---Advertisement---