LIC চালু করল জন সুরক্ষা ও বিমা লক্ষ্মী স্কিম। নিম্ন আয় ও মধ্যবিত্তদের জন্য ঝুঁকিমুক্ত সঞ্চয় ও বিমা পরিকল্পনা। জেনে নিন বিস্তারিত। ভারতের সবচেয়ে বড় সরকারি বিমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) আবারও নিয়ে এসেছে নতুন সুখবর। নিম্ন আয় ও মধ্যবিত্ত শ্রেণীর কথা ভেবে LIC এবার চালু করেছে দুটি নতুন স্কিম— ‘জন সুরক্ষা স্কিম’ এবং ‘বিমা লক্ষ্মী স্কিম’। এই দুই প্রকল্পই গ্রাহক-বান্ধব এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের সুযোগ দিচ্ছে।
LIC জন সুরক্ষা স্কিম: স্বল্প আয়ে সুরক্ষিত ভবিষ্যৎ
জন সুরক্ষা স্কিম (LIC Jan Suraksha Scheme) মূলত সীমিত আয়ের মানুষের জন্য তৈরি।
এই স্কিমে গ্রাহকরা কম প্রিমিয়ামে নিরাপদ বিনিয়োগ করতে পারবেন, যা বাজারের ওঠানামা থেকে সম্পূর্ণ মুক্ত।
মূল বৈশিষ্ট্য:
স্বল্প প্রিমিয়াম: নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য সহজলভ্য
বাজার ঝুঁকিমুক্ত: শেয়ার বা বাজার পরিবর্তনের প্রভাব পড়বে না
নির্দিষ্ট মেয়াদ শেষে তহবিল: নির্ধারিত মেয়াদে বড় অঙ্কের অর্থ ফেরত
জীবন বিমা সুরক্ষা: দুর্ঘটনা বা মৃত্যুজনিত ঝুঁকির ক্ষেত্রে আর্থিক সুরক্ষা
Read More – Amazon-এর নতুন ‘Add to Delivery’ ফিচার: অনলাইন কেনাকাটায় নতুন সুবিধা
LIC বিমা লক্ষ্মী স্কিম: মধ্যবিত্তদের সঞ্চয়ের নতুন ভরসা
বিমা লক্ষ্মী স্কিম (LIC Bima Lakshmi Scheme) মূলত মধ্যবিত্ত শ্রেণীর কথা ভেবে চালু হয়েছে। এটি একদিকে জীবন বিমা, অন্যদিকে সঞ্চয়ের সুযোগ দেয়।
স্কিমের সুবিধা:
লাইফ কভারসহ সঞ্চয়: জীবন বিমা ও মেয়াদপূর্তির পর মোটা রিটার্ন
নিয়মিত প্রিমিয়াম: মাসিক/ত্রৈমাসিক/বার্ষিকভাবে জমা দেওয়া যাবে
বাজার নিরপেক্ষ স্কিম: বাজারের ওঠানামায় কোনো প্রভাব নেই
কর ছাড়: ইনকাম ট্যাক্স আইনের 80C ধারায় কর সুবিধা (যথাযথ শর্ত প্রযোজ্য)
কখন থেকে মিলছে এই দুই স্কিম
LIC-এর দুটি নতুন স্কিম ১৫ অক্টোবর ২০২৫ থেকে সারা দেশে চালু হয়েছে।
গ্রাহকরা LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে (licindia.in) অথবা নিকটস্থ শাখায় গিয়ে বিস্তারিত তথ্য ও প্রিমিয়াম ক্যালকুলেশন জানতে পারবেন।
কেন LIC এখনো গ্রাহকদের প্রথম পছন্দ
ভারতে বর্তমানে ২৫টিরও বেশি বিমা সংস্থা সক্রিয় থাকলেও, LIC তার নির্ভরযোগ্যতা, সরকারি সুরক্ষা এবং দীর্ঘ অভিজ্ঞতার কারণে এখনো ৭০% এর বেশি মার্কেট শেয়ার ধরে রেখেছে।








