---Advertisement---

Google Pixel 10-এ ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

Google Pixel 10 আনল নতুন ফিচার। Google Pixel 10 সিরিজ স্মার্টফোন বাজারে এনেছে নতুন বিপ্লব।সবচেয়ে আলোচিত ফিচার হলো ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ কলিং।স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে এবার ভয়েস ও ভিডিও কল সম্ভব হবে।

পিক্সেল সবসময়ই ক্যামেরা আর এআই প্রযুক্তির জন্য জনপ্রিয়। কিন্তু এবার নতুন সিরিজে যুক্ত হয়েছে অনন্য স্যাটেলাইট কলিং ফিচার। এটি ব্যবহারকারীদের নেটওয়ার্ক না থাকলেও সংযুক্ত রাখবে।

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ স্যাটেলাইট কলিং?

এই ফিচারে কল সরাসরি স্যাটেলাইটে কানেক্ট হবে। ইন্টারনেট বা মোবাইল সিগন্যালের প্রয়োজন হবে না। স্ট্যাটাস বারে দেখা যাবে স্যাটেলাইট আইকন, যা নির্দেশ করবে কল স্যাটেলাইট নেটওয়ার্কে চলছে।

Read More – iPhone 17 India Sale শুরু 19 সেপ্টেম্বর থেকে : Pre Booking start

কবে থেকে পাওয়া যাবে ফিচারটি?

Google জানিয়েছে, 28 আগস্ট থেকে সেবা চালু হবে। একই দিনে বাজারে আসবে Pixel 10 সিরিজের ফোন।এতে ব্যবহারকারীরা শুরু থেকেই স্যাটেলাইট কলিং পাবেন।

শর্তাবলী ও চার্জ কাঠামো

প্রথমে শুধু নির্দিষ্ট কিছু নেটওয়ার্ক ক্যারিয়ার এই ফিচার সাপোর্ট করবে। Google জানিয়েছে, এর জন্য অতিরিক্ত চার্জও লাগতে পারে। তবে কলিং-এর বাইরে মেসেজিং সুবিধা থাকবে কি না, তা এখনও স্পষ্ট করা হয়নি।

অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা

অ্যাপল আইফোনে আগে থেকেই স্যাটেলাইট ফিচার এনেছে। তবে সেটা কেবল জরুরি মেসেজ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে, গুগল ভয়েস ও ভিডিও কলিং সুবিধা দিচ্ছে, যা ব্যবহারকারীদের জন্য বেশি কার্যকর হবে।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---