Scrolling Text
🔥 পাঞ্জাবি রাজা -'নবাব' পাঞ্জাবির সেরা ঠিকানা-খাগড়া, মুর্শিদাবাদ- 📞 9732 888000🔥
Scrolling Text
🔥 পাঞ্জাবি রাজা -'নবাব' পাঞ্জাবির সেরা ঠিকানা-খাগড়া, মুর্শিদাবাদ- 📞 9732 888000 🔥
WhatsApp Channel Join Now

অতিরিক্ত গরমের কারণে বাংলার স্কুলে বড় পরিবর্তন! এপ্রিল মাসের শুরুতেই রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে চালু হচ্ছে দুটি করে শিফটে ক্লাস ।মার্চের শেষেই তাপমাত্রা ৩৬°C ছাড়াবে—এই গরমকে মাথায় রেখেই প্রাথমিক শিক্ষা পর্ষদ নিলেন নতুন সিদ্ধান্ত। কিন্তু এই পরিবর্তন পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের জন্য কতটা সুবিধাজনক হবে ? জেনে নেওয়া যাক।

নতুন রুটিন

এপ্রিল থেকে রাজ্যের ৫০,০০০+ প্রাথমিক স্কুলে দুটি শিফটে চলবে ক্লাস :

শ্রেণিমর্নিং শিফটডে শিফট
প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিসকাল ৬:৩০ – ১০:৩০সকাল ১০:৫০ – বিকেল ৩:৩০

Read more – উচ্চ মাধ্যমিক সিলেবাসে আবারও পরিবর্তন: কী বদলালো দেখে নিন।

সরকার কোনো নিলো এমন সিদ্ধান্ত

১। তাপমাত্রা নিয়ন্ত্রণ: সকালের শিফটে গরম কম থাকে, তাই শিশুদের প্রচুর গরমে কোনো ক্ষতি হবে না ।

২। স্কুলের সুবিধা: অনেক স্কুলে ইতিমধ্যেই মাধ্যমিক স্তরে ডে শিফট চালু আছে, তাই প্রাথমিক স্তরকে মর্নিং শিফটে নেওয়া হচ্ছে।

অভিভাবক ও শিক্ষকরা কি বলছে

১। অভিভাবকরা মনে করেন, সকালে ক্লাস হলে শিশুরা বাড়িতে ফিরে বিশ্রাম নিতে পারবে এবং পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারবে।

২। শিক্ষকরা বলছেন, ডে শিফটের তুলনায় মর্নিং শিফটে ছাত্রদের উপস্থিতি ভালো হয়।

প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রুটিন পরীক্ষামূলকভাবে চালু করছে। যদি ভালো ফলাফল আসে, তাহলে মাধ্যমিক স্তরেও একই নিয়ম প্রয়োগ করা হতে পারে। গরমে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত।

জনপ্রিয় পোস্ট

Telegram Group Join Now

লোকপ্রিয় পোষ্ট