---Advertisement---

Sanchar Saathi App সব মোবাইলে বাধ্যতামূলক হচ্ছে সঞ্চার সাথী অ্যাপ : কী কাজ এই সরকারি অ্যাপের

Sabir

Published

Sanchar Saathi App

Join WhatsApp

Join Now
---Advertisement---

কেন্দ্রের নির্দেশ—সব নতুন মোবাইলে প্রি-ইনস্টল হবে Sanchar Saathi App। জানুন এই অ্যাপের কাজ, সুবিধা ও সাইবার সুরক্ষায় এর ভূমিকা।

কেন্দ্রের নতুন নির্দেশ—সব মোবাইলে প্রি-ইনস্টল ‘সঞ্চার সাথী

ভারতে সাইবার ক্রাইম আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতারণা, ভুয়ো কল, চুরি যাওয়া ফোন, ডুপ্লিকেট IMEI—সব মিলিয়ে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এই সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় সরকার Sanchar Saathi App-কে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।সরকারি নির্দেশ অনুযায়ী Apple, Samsung, Xiaomi, Vivo-সহ সব মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে আগামী ৯০ দিনের মধ্যে নতুন মোবাইলে এ অ্যাপটি প্রি-ইনস্টল করতে হবে।

কেন বাধ্যতামূলক করা হল Sanchar Saathi App

কেন্দ্রের মতে, এই অ্যাপ সাইবার নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ। বিশেষ করে—
ভুয়ো বা ডুপ্লিকেট IMEI সনাক্ত
চুরি যাওয়া ফোন ব্লক/ট্র্যাক
সন্দেহজনক কল/মেসেজ রিপোর্ট
ব্যবহারকারীর নামে থাকা সব মোবাইল নম্বর এক জায়গায় দেখা
সরকার জানায়, ইতিমধ্যেই বাজারে থাকা ফোনগুলিতেও সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই অ্যাপ যুক্ত করতে হবে।

Read More – এক ফোনে একাধিক WhatsApp অ্যাকাউন্ট: iPhone-এ আসছে বড় আপডেট

কী কী কাজ করে Sanchar Saathi App

1.চুরি যাওয়া মোবাইল ট্র্যাক করে– অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী CEIR (Central Equipment Identity Register)-এ হারানো ফোন রিপোর্ট করলে ডিভাইস ব্লক করা যায়।
2.ভুয়ো IMEI ও প্রতারণামূলক ডিভাইস সনাক্ত করে– IMEI mismatch বা cloned IMEI—এ ধরনের ডিভাইস সনাক্ত করে ব্ল্যাকলিস্ট করা যায়।সেকেন্ড-হ্যান্ড ফোন বাজারে এই সমস্যা বেশি দেখা যায়।
3.আপনার নামে কতগুলো SIM রয়েছে তা দেখায়-Know Your Mobile Connections” ফিচারের মাধ্যমে নিজের নামের অধীনে কতগুলো মোবাইল নম্বর রয়েছে। কোন নম্বরটি অচেনা বা সন্দেহজনকতা চেক করে অচেনা নম্বর বাতিল করা যায়।
4. প্রতারণামূলক কল/মেসেজ রিপোর্ট– স্প্যাম, স্ক্যামার বা সন্দেহভাজন কল/এসএমএস সহজেই রিপোর্ট করা যায়।
5.ব্যাংকিং ও আর্থিক লেনদেনে সুরক্ষা– SIM swap fraud রোধে সহায়তা করে, যা ব্যাংকিং অ্যাক্সেস সুরক্ষিত রাখে।


Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---