---Advertisement---

কবে মুক্তি পাচ্ছে দেবের নতুন সিনেমা রঘু ডাকাত ?

Avijit Juin

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

বাংলার ইতিহাসে রঘু ডাকাত নামটি এক কিংবদন্তির মতো। তিনি ছিলেন ধনীদের থেকে লুট করে গরিবদের মধ্যে তা বিলিয়ে দেওয়া এক মহান ব্যক্তিত্ব। বাংলার রবিনহুড নামে পরিচিত রঘু ডাকাতের জীবন নিয়ে এবার বড় পর্দায় আসছে একটি ছবি। ২০২১ সালে এই ছবির ঘোষণা দেওয়া হলেও নানা কারণে প্রায় চার বছর পর শুটিং শুরু হয়েছে। বাংলার সুপারস্টার দেব রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করছেন, যা দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ।

ছবির প্রস্তুতি এবং দেবের প্রস্তুতি

পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ছবির জন্য ১০০ ফুটের একটি সেট তৈরি করা হয়েছে, যা দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ হবে। দেব রঘু ডাকাত চরিত্রে অভিনয় করার জন্য অশ্বচালনা এবং লাঠিচালনা শিখছেন। বাংলার সবচেয়ে বড় রায়বেশে দলের কর্ণধারের কাছ থেকে তিনি লাঠিখেলার প্রশিক্ষণ নিয়েছেন। দেব ছাড়াও এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, সোহিনী সরকার এবং রূপা গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতারা রয়েছেন।

Read more – কাজলের নতুন সিনেমা ‘মা’ ভৌতিক রোমাঞ্চে মোড়া পৌরাণিক কাহিনি

দেব এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জুটি

দেব এবং ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জুটি আগেও সফল হয়েছে। একটি বিজ্ঞাপণের কাজের সময়ে দেবের সঙ্গে আলাপের পর ধ্রুব বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে ‘গোলন্দাজ’ ছবিটি বানান। এবার তারা আবারও একসঙ্গে কাজ করছেন ‘রঘু ডাকাত’ ছবিতে। দেবের অভিনয় এবং ধ্রুবের পরিচালনা দর্শকদের জন্য একটি বড় আকর্ষণ হবে বলে আশা করা হচ্ছে।

কবে মুক্তি পাচ্ছে দেবের রাঘুডাকাত ?

প্রসঙ্গত, বাংলা সাহিত্যে বহু ডাকাতকে নিয়ে গল্প উপন্যাস থাকলেও সেগুলি নিয়ে পর্দায় সেভাবে কোনওদিন কাজ হয়নি। সেই অপূর্ণতার কথা মাথায় রেখেই ‘রঘু ডাকাত’ এমনটা আগেই জানিয়েছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবিতে একাধিক লুক থাকবে দেবের। ছবির গোটা শুটিংটাই হবে এই রাজ্যের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে নানা লোকেশনে। সব দিক ঠিক থাকলে চলতি বছর পুজোতেই মুক্তি পাবে ‘রঘু ডাকাত’।

শেয়ার করুন

---Advertisement---