---Advertisement---

পেনশন লাইফ সার্টিফিকেট এখন অনলাইনে: বাড়িতে বসে নিজের ফোনে জমা দিন সহজেই

Sabir

Published

pension life certificate

Join WhatsApp

Join Now
---Advertisement---

পেনশনভোগীরা এবার বাড়িতেই অনলাইনে জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট। জানুন ধাপে-ধাপে প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা।প্রতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে ব্যাংক বা পোস্ট অফিসে লাইনে দাঁড়াতে হত। কিন্তু এখন ‘Jeevan Pramaan’ ডিজিটাল লাইফ সার্টিফিকেট ব্যবস্থার মাধ্যমে এই কাজটি বাড়িতেই সহজে করা যাবে।পেনশন লাইফ সার্টিফিকেট অনলাইন পরিষেবা চালু করেছে কেন্দ্রীয় Department of Pension & Pensioners’ Welfare (DoPPW)— যা Aadhaar-ভিত্তিক মুখ শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে।

অনলাইনে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা

ব্যাংকে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই

জালিয়াতির ঝুঁকি কম

Aadhaar-ভিত্তিক face authentication

যে কোনও স্মার্টফোন/কম্পিউটার থেকে আপলোড

জমা হওয়ার সঙ্গে সঙ্গে SMS কনফার্মেশন

Read More – ইন্টারনেট ছাড়াই UPI তে পাঠাতে পারবেন টাকা : জানুন কি ভাবে

ফোনে কিভাবে করবেন

১। Google Play Store থেকে দুটি অ্যাপ ইনস্টল করুন: AadhaarFaceRd ,Jeevan Pramaan Face App এই অ্যাপগুলিতে আধার নম্বর মোবাইল নম্বর মেইল আইডি দিয়ে লগইন করুন
২। Face Authentication এর জন্য ফ্রন্ট ক্যামেরা অন করতে হবে।
পেনশন প্রাপকের — নাম
PPO নম্বর
পেনশন অ্যাকাউন্ট নম্বর
সংস্থা/ব্যাংকের তথ্য — দিন।
৫। ছবি মিলে গেলে রেজিস্টার্ড নম্বরে OTP আসবে।
৬। OTP দিলে লাইফ সার্টিফিকেট সফলভাবে জমা হয়ে যাবে।
৭। প্রমাণপত্র PDF আকারে ডাউনলোড করতে পারবেন।

লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ

বেশিরভাগ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি পেনশনভোগীদের জন্য নভেম্বর মাস জীবন প্রমাণ জমা দেওয়ার সময়সীমা। সময়মতো জমা না দিলে পেনশন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---