---Advertisement---

২০২৫ সালের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? পরবর্তী কিস্তির তারিখ ও স্ট্যাটাস চেক করার উপায়

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মুখে হাসি ফোটাতে আবারও ফিরে এল কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা। তবে অনেকেই এখনও জানেন না, টাকা কবে ঢুকবে। আপনি কি জানেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা? না হলে চিন্তার কিছু নেই, এই প্রতিবেদনে জানুন কবে পাবেন কৃষক বন্ধু টাকা, কীভাবে স্ট্যাটাস চেক করবেন এবং যদি না পেয়ে থাকেন, তাহলে কি করতে হবে । সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের ৭০ লাখের বেশি কৃষক উপকৃত হয়েছেন। ২০২৫ সালের জন্য অনলাইন পদ্ধতি আরও সহজ করা হয়েছে এবং অনুদানের পরিমাণও কিছু ক্ষেত্রে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

কৃষক বন্ধু প্রকল্প কী কেন এত গুরুত্বপূর্ণ?

রাজ্য সরকার পরিচালিত কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক অনন্য সামাজিক সুরক্ষা উদ্যোগ। এটি অনেকটা কেন্দ্রের PM Kisan Yojana-র অনুরূপ, তবে এখান থেকে কৃষকেরা আরও কিছু বাড়তি সুবিধাও পান।

১। ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া যাতে তারা চাষাবাদের মৌসুমে আর্থিক দুশ্চিন্তা ছাড়াই কাজ করতে পারেন।

২। কোনো কৃষকের অকালমৃত্যুর ক্ষেত্রে তাঁর পরিবার পায় ২ লক্ষ টাকার এককালীন অনুদান – যা এক গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা বলেই বিবেচিত।

২০২৫ সালের কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে

সরকার প্রতি বছর দুই কিস্তিতে (খরিফ ও রবি মরসুমে) টাকা প্রদান করে। রাজ্য সরকার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা মে মাসের শেষ সপ্তাহ থেকে জুনের মধ্যে দেওয়া হবে।যারা এখনও টাকা পাননি, তাঁরা জুন মাসের মধ্যেই টাকা পেতে পারেন।

কীভাবে জানবেন টাকা ঢুকেছে কিনা

অফিসিয়াল ওয়েবসাইটে যান

১। https://krishakbandhu.net ভিজিট করুন।

২।Check Application Statusঅপশনে ক্লিক করুন।

৩। আপনার আধার নম্বর/ভোটার আইডি/মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন।

৪। টাকা জমা হয়েছে কিনা তা দেখতে পাবেন।

৫। আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন অথবা সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করুন।

কৃষক বন্ধু হেল্পলাইন নম্বর
যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে কল করুন
8336957370 / 8597974989 / 6291720406
সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ

ক্যাটাগরি বছরে মোট টাকা কিস্তি সংখ্যা
১ একরের কম জমি৪,০০০ টাকা২ কিস্তি (২,০০০ টাকা প্রতি কিস্তি)
১ একর বা বেশি১০,০০০ টাকা২ কিস্তি (৫,০০০ টাকা প্রতি কিস্তি)
নতুনভাবে কীভাবে আবেদন করবেন

যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, তাঁদের জন্য সহজ গাইডলাইন

১। krishakbandhu.net এ গিয়ে “New Application” ক্লিক করুন

২। অনলাইন ফর্ম পূরণ করে সমস্ত নথিপত্র আপলোড করুন

৩। ফর্ম জমা দিন এবং রেফারেন্স নম্বর নিন

শেয়ার করুন

---Advertisement---