Indian Railways-এর নতুন ফিচারে এখন চলন্ত ট্রেনেই( IRCTC)জানা যাবে কোন সিট খালি। জেনে নিন কীভাবে চেক করবেন IRCTC-র ওয়েবসাইটে।
ট্রেনে খালি সিট দেখার নতুন সুযোগ দিল IRCTC
ভারতীয় রেলওয়ে (Indian Railways) এবার যাত্রীদের জন্য নিয়ে এল এক দারুণ ডিজিটাল ফিচার। এখন থেকে চলন্ত ট্রেনেই জানা যাবে কোন কোচে কতগুলি সিট খালি আছে। এই সুবিধা পাওয়া যাবে সরাসরি IRCTC ওয়েবসাইট থেকে। ফলে জানলার ধারের সিট কিংবা লোয়ার বার্থের খোঁজ মিলবে মুহূর্তে।
কীভাবে চেক করবেন খালি সিট
নিচের সহজ কয়েকটি ধাপ মেনে চললেই আপনি জানতে পারবেন আপনার ট্রেনের খালি সিটের অবস্থা:
- যান www.irctc.co.in-এ
- হোমপেজে উপরে ক্লিক করুন “Charts / Vacancy”
- দিন —
- ট্রেনের নাম বা নম্বর
- যাত্রার তারিখ (Journey Date)
- বোর্ডিং স্টেশন
- সব তথ্য পূরণ করে ক্লিক করুন “Get Train Chart”
- কয়েক সেকেন্ডেই স্ক্রিনে দেখা যাবে ট্রেনের পূর্ণ রিজার্ভেশন চার্ট
Read More – ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম: নতুন CNAP পরিষেবা আসছে
রঙ দেখে বুঝুন কোন সিট ফাঁকা
রেলওয়ে চার্টে তিন রঙের চিহ্নে দেখানো হয় সিটের অবস্থা:
ছাই রঙ (Ash): সম্পূর্ণ বুক করা
হলুদ রঙ (Yellow): আংশিক বুকিং — মাঝপথে ফাঁকা হতে পারে
সবুজ রঙ (Green): পুরোপুরি খালি সিট
উদাহরণস্বরূপ, আপনার সিট যদি সাইড আপার হয় কিন্তু আপনি জানলার ধারে বসতে চান, তাহলে সবুজ রঙের লোয়ার বার্থ ফাঁকা দেখলে সেখানে বসতে পারবেন।
অনবোর্ড বুকিংয়ের বিশেষ সুবিধা
সব সিট অনলাইনে বুক করা যায় না। কিছু সিটের পাশে দেখা যায় “TTE on train can book” লেখা। এর মানে, ওই সিট শুধুমাত্র ট্রেনে থাকা TTE (Travelling Ticket Examiner)-এর মাধ্যমে বুক করা যায়।
টিকিট ছাড়াই ওঠা যাত্রীও সিট বুক করতে পারবেন
অতিরিক্ত জরিমানা দিতে হয় না
ভ্রমণ থাকে সম্পূর্ণ বৈধ ও নিরাপদ






