---Advertisement---

ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম: নতুন CNAP পরিষেবা আসছে

Sabir

Published

CNAP

Join WhatsApp

Join Now
---Advertisement---

এখন ফোনে আনা কলের সঙ্গে দেখা যাবে কলারের আসল নাম।(CNAP) Telecom Regulatory Authority of India-র (TRAI) CNAP পরিষেবা স্ক্যাম মোকাবিলায় বড় পদক্ষেপ।কল স্ক্যাম বা জালিয়াতি ফোন কলের হাত থেকে সাধারণ ব্যবহারকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার বড় ঘোষণা এসেছে। Telecom Regulatory Authority of India (TRAI) ও Department of Telecommunications (DoT) যৌথভাবে এমন একটি প্রযুক্তি চালু করতে যাচ্ছে, যাতে ফোন কল আসারসময় স্ক্রিনে দেখা যাবে কলারের নাম — অর্থাৎ শুধু নম্বরই নয়, সঙ্গে থাকবে কলারের পরিচয়। এই পরিষেবার নাম Calling Name Presentation বা CNAP।

CNAP কী

CNAP-এর পূর্ণরূপ হলো Calling Name Presentation, অর্থাৎ “কলিং নাম প্রদর্শন” পরিষেবা। এই পরিষেবায় যখন আপনি কোনও নম্বর থেকে ফোন পাবেন, স্ক্রিনে নম্বরের সঙ্গে সেই নম্বরে রেজিস্ট্রেশন করা নাম ভেসে উঠবে — ঠিক যেমনটা হয় কলার আইডি অ্যাপে। মূল উদ্দেশ্য: স্ক্যাম কল, নম্বর স্পুফিং (নম্বর ভঙ্গি) ও আনজানা/অনুচিত কল নিয়ন্ত্রণ করা।

CNAP গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও নিয়ম

CNAP চালুর জন্য প্রথমে Telecom Regulatory Authority of India ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে সুপারিশ প্রকাশ করেছে। সুপারিশ অনুযায়ী, প্রতিটি টেলিকম সংস্থা তাদের গ্রাহক-নাম ও নম্বর সংরক্ষণ করবে, যাতে ইনকামিং কলের সময় নাম প্রদর্শন করা যায়।ব্যবসায়ী বা বাল্ক সংযোগধারীদের ক্ষেত্রে তারা “প্রেফার্ড নাম” (যেমন ট্রেডমার্কেড নাম) প্রদর্শনের সুবিধা পাবে। যারা CLIR (Calling Line Identification Restriction) সুবিধা নিয়েছে, অর্থাৎ নিজেকে নম্বর-লুকিয়ে রাখার সুবিধা নিয়েছে, তাদের ক্ষেত্রে নাম প্রদর্শিত নাও হতে পারে।২G বা ৩G নেটওয়ার্কে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে — অর্থাৎ প্রথম পর্যায়ে ৪G/৫G ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ হতে পারে।

Read More – Samsung Galaxy M07 — বাজেট স্মার্টফোনে নতুন চমক

CNAP কী করবেন সাধারণ ব্যবহারকারী হিসেবে

নিজের স্মার্টফোনে ৪G/৫G সংযোগ থাকলে, CNAP সুবিধার জন্য সংস্থা অথবা অ্যাপ-সেটিং খুঁজে দেখুন।অনানুমোদিত/সংকেতহীন নম্বর থেকে ফোন এলে যতটা সম্ভব নিশ্চিত হওয়ার চেষ্টা করুন।যদি CLIR বা নম্বর লুকিয়ে রাখার সুবিধা ব্যবহার করে থাকেন, তাহলে নাম প্রদর্শনের বিষয়ে আপনার সংস্থা-নির্দেশনা জানুন।যেকোনো সন্দেহভাজন কল পাওয়া গেলে নম্বর তালিকায় না রাখুন, এবং প্রয়োজনে সংশ্লিষ্ট টেলিকম সাপোর্টে রিপোর্ট করুন।

CNAP কী সুবিধা

স্ক্যাম ও জালিয়াতি কল কমবে — কলার নাম জানা থাকলে কেউ অনিশ্চিত নম্বর থেকে ফোন না তুলতে পারে।বিশ্বাসযোগ্যতা বাড়বে — আসল সংস্থা বা ব্যক্তি থেকে ফোন করা হলে নাম দেখে শান্ত হতে পারবেন।
তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে — নাম দেখে ফোন উঠাবে কি না সিদ্ধান্ত নেওয়া যাবে।

শেয়ার করুন

---Advertisement---