২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam New Rulls) পরীক্ষা এবার বার্ষিক পদ্ধতি থেকে সেমিস্টার পদ্ধতিতে আয়োজন করা হচ্ছে। এই প্রথমবার তৃতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষা সংসদ জানিয়েছে, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় এ বছর নিয়ম হবে আরও কঠোর। যদি কোনও পরীক্ষার্থী ইনভিজিলেটর, পরীক্ষক বা কর্মীকে হেনস্থা করে অথবা পরীক্ষাকেন্দ্রে গোলমাল বাধায়, তবে তার পুরো পরীক্ষা সঙ্গে সঙ্গেই বাতিল করে দেওয়া হবে। এবার আর ক্ষমার সুযোগ থাকবে না। অতীতে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষকদের উপর হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং পরিবেশ শান্তিপূর্ণ থাকে।
Read More- SSC প্রকাশ করল ১৮০৪ দাগি শিক্ষকের তালিকা
Higher Secondary পরীক্ষার নিয়মাবলি
নতুন পরীক্ষাবিধিতে শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার হলে ইনভিজিলেটর বা অন্য কর্মীকে হেনস্থা করলে পরীক্ষার্থীর পরীক্ষা সঙ্গে সঙ্গেই বাতিল হবে এবং তার বিরুদ্ধে RA (Reported Against) দাখিল করা হবে।
গত বছরের ইংরেজি পরীক্ষায় শিক্ষকদের ওপর হামলার ঘটনা মাথায় রেখে এবার আর কোনো রকম সহনশীলতা দেখানো হবে না।
পরীক্ষার হলে মোবাইল, ক্যালকুলেটর বা বৈদ্যুতিন যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এগুলো নিয়ে ধরা পড়লে তার বিরুদ্ধেও একই শাস্তি কার্যকর হবে।
প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত কমিটির মাধ্যমে সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ডিজিটাল নজরদারি
এবারের Higher Secondary পরীক্ষায় নজরদারিতে বড় পরিবর্তন হলো ডিজিটাল নজরদারি । প্রতিটি পরীক্ষাকেন্দ্রের গেটে আর ভেন্যু সুপারভাইজারের ঘরে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। শুধু তাই নয়, ওই ফুটেজ পরীক্ষার পরও কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে। আসলে পুরো ব্যবস্থার লক্ষ্য একটাই—যাতে কেউ গোপনে অনিয়ম করতে না পারে। এতে যেমন প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যাবে, তেমনই পরীক্ষার পরিবেশও থাকবে স্বচ্ছ আর নির্ভরযোগ্য।
পরীক্ষার সময়সীমা ও প্রবেশ নিয়ম
তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর এবং চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা হবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত, অর্থাৎ প্রতিটি পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিট। তবে ভিজ্যুয়াল আর্টস, মিউজিক ও বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষার সময় মাত্র ৪৫ মিনিট, সকাল ১০টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রবেশের নিয়মও আরও কঠোর করা হয়েছে। সকাল ১০টা ৩০ মিনিটের পর কেউ আর পরীক্ষাকক্ষে ঢুকতে পারবে না। একবার ঢুকলে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাইরে বেরোনোও সম্পূর্ণ নিষিদ্ধ। এর মূল উদ্দেশ্য হলো প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধ করা।






