---Advertisement---

দীপিকা পাড়ুকোন বাদ ‘কল্কি ২’ থেকে! কেন উঠছে অভিনয় ছাড়ার প্রশ্ন?

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

দীপিকা পাড়ুকোন বাদ গেলেন ‘কল্কি ২’ থেকে। তবে কি অভিনয় ছাড়ছেন তিনি? জেনে নিন কারণ ও তাঁর জায়গায় কাকে নেওয়া হতে পারে ছবিতে।বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর থাকছেন না বহুল প্রতীক্ষিত ছবি ‘Kalki 2898 AD’-এর সিক্যুয়েল ‘কল্কি ২’-তে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) প্রযোজনা সংস্থা Vyjayanthi Movies-এর এক্স (টুইটার) হ্যান্ডেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়। নির্মাতাদের ভাষায়, প্রথম ছবি বানানোর সময় দীর্ঘ পথ চলার পরেও প্রয়োজনীয় পার্টনারশিপ ও প্রতিশ্রুতি পাওয়া যায়নি। তাই দীপিকার সঙ্গে চুক্তি আর এগোয়নি।

কেন উঠছে অভিনয় ছাড়ার প্রশ্ন

দীপিকার মা হওয়ার পর থেকেই বলিউডে শুরু হয়েছে নানা জল্পনা।তিনি ‘স্পিরিট’ ছবির থেকেও বাদ পড়েন, কারণ তিনি শ্যুটিং শিফট আট ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছিলেন।কল্কি ২’-এর ক্ষেত্রেও একই সমস্যা তৈরি হয় বলে সূত্রের দাবি (Times of India রিপোর্ট)।নিজের মেয়ে দুয়ার প্রতি সময় দিতে চাওয়ার বিষয়টি দীপিকা নিজেও প্রকাশ্যে স্বীকার করেছেন।দীপিকা বলেছিলেন –
“বর্তমানে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মেয়ে দুয়া। কাজে ফেরার কোনও তাড়া নেই। আমি চাই আমার মেয়েকে নিজেই বড় করতে।”এই মন্তব্যের পর থেকেই তাঁর অভিনয় জীবনকে ঘিরে বিতর্ক ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

Read More-ফের বড়পর্দায় আয়েশা। এক অসামান্য বাবা-মেয়ের গল্প বিনি সুতোর টান

দীপিকার জায়গায় কাকে দেখা যেতে পারে

Vyjayanthi Movies এখনও অফিসিয়ালি বিকল্প অভিনেত্রীর নাম ঘোষণা করেনি।
তবে ভক্তরা অনুমান করছেন –স্পিরিট ছবিতে দীপিকার জায়গায় নেওয়া তৃপ্তি দিমরি (Triptii Dimri)-কে হয়তো দেখা যেতে পারে।এছাড়া সাউথ ইন্ডাস্ট্রির কোনও শীর্ষ নায়িকাকেও প্রযোজকরা ভেবেচিন্তে নিতে পারেন।এখন দেখার বিষয়, কে বসেন দীপিকার ফাঁকা আসনে।

সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রতিক্রিয়া

ঘোষণা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।অনেকে মনে করছেন, দীপিকার পরিবারকে সময় দেওয়া তাঁর সঠিক সিদ্ধান্ত। আবার কেউ কেউ হতাশ, কারণ প্রথম ছবিতে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---