চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ! কৃষি দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই এসব পদে আবেদন করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নিই কোন পদগুলোতে নিয়োগ হবে, কী কী যোগ্যতা প্রয়োজন এবং কীভাবে আবেদন করবেন।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Agricultural Research Service (ARS) | 458 টি |
Subject Matter Specialist (SMS) | 41 টি |
Senior Technical Officer (STO) | 83 টি |
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে
১। ASRB অফিসিয়াল ওয়েবসাইটে যান (https://www.asrb.org.in/)
২। Apply online অপশনে যান।
৩। রেজিস্ট্রেশন করুন।
৪। আবেদন ফর্ম পূরণ করুন।
৫। ডকুমেন্ট আপলোড করুন।
৬। আবেদন ফি দিয়ে ফর্ম সাবমিট করুন।
আবেদন ফি
১। সাধারণ প্রাথী -100 টাকা
২। EWS/OBC প্রাথী-500 টাকা
৩। SC /ST/PWBD প্রাথী-250টাকা
৪। কিছু পদে কোনো আবেদন ফি নেই
তারিখ
১। আবেদন শুরু-22 এপ্রিল 2025
২। আবেদনের শেষ তারিখ-21মে 2025
সময় থাকতেই আবেদন করে ফেলুন, কারণ শেষ মুহূর্তে সার্ভার সমস্যায় পড়তে পারেন। ASRB Recruitment 2025 নিঃসন্দেহে একটি সুবর্ণ সুযোগ, বিশেষ করে যাঁরা কৃষি গবেষণা বা শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান। তাই দেরি না করে আবেদন করে নিন।
বেতন
১। প্রাথমিক বেতন-44,900 টাকা।
২। সর্বোচ্চ বেতন-1,42,800 টাকা পযন্ত।
৩। গ্রেড পে কেন্দ্রীয় সরকারি পে স্কেল ৭ অনুযায়ী।
নির্বাচন প্রক্রিয়া
১। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)
২। প্রিলিমিনারি পরীক্ষা (দুই ধাপে)
৩। ইন্টারভিউ
৪। ডকুমেন্ট ভেরিফিকেশন