অবৈধ বেটিং অ্যাপ প্রচার মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে ইডির তলব। ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে হবে কলকাতার সল্টলেক দফতরে।অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে জড়িত থাকার অভিযোগে এবার টলিউড তারকা অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫-এ কলকাতার সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
কেন এই মামলায় অঙ্কুশ হাজরার নাম
গত কয়েক বছর ধরে বিভিন্ন বেটিং অ্যাপ সোশ্যাল মিডিয়া ও বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের প্রচার চালাচ্ছে। অভিযোগ, এই প্রচারের জন্যই তারা জনপ্রিয় তারকাদের বেছে নিচ্ছে। ইতিমধ্যেই বলিউড ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজকে তলব করেছে ইডি।ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিংও এই মামলায় জেরা হয়েছেন।এবার প্রথমবার টলিউড থেকে যুক্ত হল অঙ্কুশ হাজরার নাম।
Read More –উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫: বর্ষার আশঙ্কায় বিশেষ সতর্কতা, কী জানাল শিক্ষা সংসদ
ইডির তদন্তের মূল কারণ
ইডির ধারণা
1.তারকাদের প্রভাব ব্যবহার করে সাধারণ মানুষকে অবৈধ অ্যাপে আকৃষ্ট করা হয়েছে।
2.প্রচারের জন্য অর্থ দেওয়া হয়েছে হাওলা চ্যানেলের মাধ্যমে।
3.এই প্রক্রিয়ায় কোটি টাকার লেনদেন হয়েছে।
সাধারণ মানুষের উপর প্রভাব
অভিযোগ উঠছে, এই প্রচারের ফলে বহু মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার অবৈধ বেটিংয়ে টাকা হারিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপগুলি মূলত প্রতারণার ফাঁদ তৈরি করছে, যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা।






