---Advertisement---

ইন্টারনেট ছাড়াই UPI তে পাঠাতে পারবেন টাকা : জানুন কি ভাবে

Sabir

Published

upi money transfer

Join WhatsApp

Join Now
---Advertisement---

ইন্টারনেট না থাকলেও *99# USSD কোড ব্যবহার করে কীভাবে UPI পেমেন্ট করবেন, ধাপে ধাপে জানুন। অফলাইন UPI লেনদেন গাইড, সীমা, নিরাপত্তা সব একসাথে। আজকের দিনে অনলাইন পেমেন্টে UPI সবচেয়ে জনপ্রিয় ব্যবস্থা । কিন্তু ইন্টারনেট সমস্যায় পড়লে কী হবে? অনেকেই জানেন না যে ইন্টারনেট ছাড়াই UPI লেনদেন করা যায় — শুধুমাত্র *99# USSD পরিষেবা ব্যবহার করে। এটি NPCI (National Payments Corporation of India) পরিচালিত একটি সরকারি অনুমোদিত সিস্টেম।

ইন্টারনেট ছাড়াই UPI ব্যবহারের সুবিধা

নেটওয়ার্ক সমস্যা থাকলেও দ্রুত পেমেন্ট

যে কোনও ফোনে কাজ করে (স্মার্টফোন না হলেও)

RBI ও NPCI অনুমোদিত নিরাপদ পরিষেবা

জরুরি মুহূর্তে পেমেন্টের অন্যতম ভরসা

99# ব্যবহার করে অফলাইন UPI অ্যাক্টিভেশন

১. আপনার ব্যাঙ্কে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে *99# ডায়াল করুন।
২. ১৩টি ভাষার তালিকা দেখাবে — নিজের ভাষা নির্বাচন করুন।
৩. মেনুতে গিয়ে UPI Registration অপশন বেছে নিন।
৪. ব্যাঙ্কের তালিকা থেকে নিজের ব্যাঙ্ক নির্বাচন করুন।
৫. ডেবিট কার্ডের শেষ ৬ সংখ্যা ও এক্সপায়ারি ডেট দিন।
৬. সফলভাবে যাচাই হয়ে গেলে UPI PIN সেট করুন।
৭. এখন থেকেই আপনি অফলাইন UPI ব্যবহার করতে পারবেন।

Read More – সাইবার ঠকবাজি ও হ্যাকিং থেকে রক্ষা করবে এই অ্যাপ — আজই ইনস্টল করুন M‑Kavach 2

ইন্টারনেট ছাড়াই টাকা পাঠানোর ধাপ (USSD 99# লেনদেন)

১. আবার *99# ডায়াল করুন।
২. মেনু থেকে 1. Send Money নির্বাচন করুন।
৩. তিনভাবে পেমেন্ট করা যাবে: UPI ID ,Mobile Number, Bank IFSC + Account Number
৪. প্রাপকের মোবাইল নম্বর বা UPI ID দিন।
৫. লেনদেনের পরিমাণ লিখুন। ডিটেলস যাচাই করুন।
৬ . নিজের UPI PIN দিন।
৭ . সফল পেমেন্টের কনফার্মেশন মেসেজ পাবেন।
একবারে সর্বোচ্চ ₹5,000 পর্যন্ত লেনদেন করা যায়।দিনে মোট লেনদেনের আলাদা সীমা ব্যাঙ্কভেদে পরিবর্তিত হতে পারে।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---