WhatsApp-এর নতুন ফিচার এক ক্লিকে চ্যাট থেকে বড় মিডিয়া ফাইল খুঁজে মুছতে সাহায্য করবে। Android ও iOS পরীক্ষামূলক ভাবে চালু।
WhatsApp-এর চ্যাট ইনফো থেকে সরাসরি স্টোরেজ ম্যানেজ করুন
আপনি হয়তো জানেন—চ্যাট মেসেজ, ভিডিও, ছবি মিলিয়ে দিন দিন আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। ভালো খবর হলো, WhatsApp নতুন একটি “চ্যাট থেকে স্টোরেজ ম্যানেজ” ফিচার চালু করেছে, যা এক ক্লিকে স্টোরেজ কমাতে সাহায্য করবে।
নতুন ফিচার কী
চ্যাট ইনফো স্ক্রিনে সক্রিয় হয়
Android বিটা সংস্করণ (সংস্করণ 2.25.31.13)-তে এই ফিচার শুরু হয়েছে।
iOS বিটা সংস্করণ (25.31.10.70)-তেও দেখা গেছে।
নির্দিষ্ট চ্যাটের ইনফো স্ক্রিন থেকে সরাসরি “Manage Storage” অপশন পাওয়া যাবে, সেটিংস → Storage & Data → Manage Storage নাম্বার ধাপে যাওয়ার প্রয়োজন নেই।
বড় মিডিয়া ফাইল শনাক্ত ও মুছুন
চ্যাট ইনফো থেকে আপনি দেখবেন কোন ফাইলগুলো সবচেয়ে বেশি জায়গা দখল করছে (Largest), অথবা নতুন (Newest) বা পুরনো (Oldest) ফাইলগুলো।
ছবি, ভিডিও, ডকুমেন্ট এক গ্রিডে সাজানো থাকবে। একাধিক ফাইল সিলেক্ট করে একবারে মুছতে পারবেন।
Read More – ৩ ঘণ্টার রাস্তা ১০ মিনিটে, মাত্র ৫০০ — ভারতে ২০২৮-এর মধ্যে এয়ার ট্যাক্সি বন্দোবস্ত
কিভাবে ব্যবহার করবেন
WhatsApp-এর সর্বশেষ বিটা / স্টেবল আপডেট ইনস্টল করুন।
যে চ্যাটে স্টোরেজ খুব বেশি হচ্ছে মনে করছেন, সেই চ্যাট ওপেন করুন।
চ্যাট-নামের ওপরে (ভ‚ক্তি বা গ্রুপ) ক্লিক করুন → Chat Info সেকশন ওপেন করুন।
সেখানে “Manage Storage” বা অনুরূপ অপশন দেখুন।
ফাইলগুলোকে “Largest”, “Newest”, “Oldest” ফিল্টার চালিয়ে যেকোনো ফাইল সিলেক্ট করুন → Delete করুন।
Starred বা গুরুত্বপূর্ণ মিডিয়া একান্ত ভাবে রাখতে চাইলে সেগুলো আগে Star করে রাখতে পারেন।








