---Advertisement---

ERO–AERO শূন্যপদ পূরণে তৎপরতা: রাজ্যে কি তবে আসছে SIR

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

ইআরও–এইআরও ERO–AERO শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ; SIR নিয়ে জল্পনা তুঙ্গে। নতুন বুথ, BLO ভাতা বৃদ্ধি—সব মিলিয়ে কী বদলাতে চলেছে নির্বাচন প্রস্তুতি।রাজ্যে Special Intensive Revision (SIR) আসতে পারে—এই প্রেক্ষিতে জেলাগুলিকে দ্রুত ERO–AERO শূন্যপদ পূরণে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ অগস্টের মধ্যে নিয়োগের অগ্রগতি কমিশনে পাঠাতে বলা হয়েছে বলে প্রশাসনিক মহলে জোর আলোচনা। এটি ২০২৬ বিধানসভার আগে ভোটার তালিকা শক্তিশালী করারই অংশ বলে ধারণা।

SIR কী, কেন এখন

SIR হল ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনরি́ক্ষণ—বাড়ি–বাড়ি যাচাই, ফর্ম বিতরণ, আপত্তি নিষ্পত্তি ও চূড়ান্ত রোল প্রকাশ—সবই কঠোর সময়সীমায়। ২০২৫ সালের জুনে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়; বাড়ি–বাড়ি যাচাইয়ের কথা সরকারি বিজ্ঞপ্তিতেই বলা আছে। ফলে অন্য রাজ্যেও প্রস্তুতি জোরদার হচ্ছে।

আইন কী বলছে

RPA, 1950–এ Electoral Registration Officer (ERO)Assistant ERO (AERO)–এর ক্ষমতা–দায়িত্ব নির্দিষ্ট। নির্বাচন সংক্রান্ত কাজে তাঁরা কমিশনের ডেপুটেশনে থাকেন।

কেন ERO–AERO পদ এখন এত গুরুত্বপূর্ণ

শূন্যপদ: ইআরও–এইআরও শূন্যপদ দ্রুত পূরণের জন্য কমিশনের কড়া নির্দেশ। রাজ্যকে নির্ধারিত সময়ের মধ্যেই অগ্রগতি জানাতে বলা হয়েছে।
বুথ বেড়েছে: প্রতি বুথে ভোটার সীমা ১,২০০ করায় বুথ সংখ্যা প্রায় ১৩.৮ হাজার বাড়বে—মোট ~94.5 হাজার। (দু’টি বিশ্বস্ত রিপোর্টে মোট বুথে সামান্য তারতম্য আছে—94,479 বনাম 94,497; চূড়ান্ত সংখ্যার অফিসিয়াল নিশ্চিতকরণের অপেক্ষা)।
BLO প্রণোদনা: BLO ও সুপারভাইজারদের বার্ষিক ভাতা দ্বিগুণ—বিশেষ ড্রাইভে অতিরিক্ত ইনসেনটিভও ঘোষণা।

রাজ্য–কমিশন টানাপড়েন

1.নতুন ভোটার অন্তর্ভুক্তি/নাম সংশোধন/বিয়োজন যাচাই
2.আপত্তি শুনানি ও আদেশ
3.BLO–দের কাজ তদারকি, প্রশিক্ষণ ও মাননিয়ন্ত্রণ
4.নির্ধারিত সময়ে ড্রাফ্ট–চূড়ান্ত রোল প্রকাশ

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---