পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে ঘরে উৎসব, আনন্দ, আর প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত। কেউ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যান, তো কেউ পরিবার নিয়ে বেড়াতে বেরিয়ে পড়েন। তবে এই বছর নববর্ষের ঠিক আগে কিছুটা ভাঁটা পড়তে চলেছে এই আনন্দে। কারণ পূর্ব রেলওয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
কেন বাতিল হচ্ছে এতগুলো ট্রেন
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, লাইনের মেরামতি, সিগনাল ব্যবস্থার উন্নয়ন এবং অন্যান্য প্রযুক্তিগত কারণে ৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এমনকী এই তালিকায় রয়েছে হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু দূরপাল্লার ট্রেন।
ট্রেন বাতিলের তালিকা কোন তারিখে কোন ট্রেন বন্ধ
পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ট্রেন
১। ৬ এপ্রিল ও ২৩ এপ্রিল: ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর এক্সপ্রেস
২। ৯, ১০, ১৬, ১৭ এপ্রিল: ১২৯০৫ পোরবন্দর-শালিমার এক্সপ্রেস
৩। ১০, ১২, ১৭, ১৯ এপ্রিল: ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস
৪। ১১ ও ২৪ এপ্রিল: ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস
৫। ১১, ১২, ১৮, ১৯ এপ্রিল: ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস
৬। ১১ ও ২৪ এপ্রিল: ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেস
৭। ১১, ১২, ১৪, ১৫, ১৮, ১৯, ২১, ২২ এপ্রিল: ১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস
অন্যান্য গুরুত্বপূর্ণ ট্রেন:
১। ১০ থেকে ২৩ এপ্রিল: ৬৮৭৩৬ বিলাসপুর-রায়গড় মেমু ও ৬৮৭৩৫ রায়গড়-বিলাসপুর মেমু
২। ১১ থেকে ২৪ এপ্রিল: ৬৮৭৩৭ রায়গড়-বিলাসপুর মেমু
৩। ১০ থেকে ২৩ এপ্রিল: ১৮১১৩ টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস
৪। ১১ এপ্রিল, ১৫, ১৮, ২২, ২৫ এপ্রিল: ১৭০০৮ দারভঙ্গা-সিকান্দ্রাবাদ এক্সপ্রেস
৫। ৮, ১২, ১৫, ১৯, ২২ এপ্রিল: ১৭০০৭ সিকান্দ্রাবাদ-দারভঙ্গা এক্সপ্রেস
৬। ১১, ১২, ১৮, ১৯ এপ্রিল: ১২৮১২ হাতিয়া-এলটিটি এক্সপ্রেস
৭। ১২, ১৬, ১৯, ২৩ এপ্রিল: ১২৮৭৯ কুর্লা-ভুবনেশ্বর এক্সপ্রেস
৮। ১৩ ও ২০ এপ্রিল: ২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস
যাত্রীদের জন্য করণীয় কী
রেল যাত্রীদের উদ্দেশে পূর্ব রেল জানিয়েছে, যাত্রার আগে ট্রেনের বর্তমান স্ট্যাটাস জানার জন্য তারা IRCTC ও NTES অ্যাপে নজর রাখতে পারেন।[https://contents.irctc.co.in/en/IRCTC_andriod_App.html ]এছাড়া রেলের হেল্পলাইন নম্বরে ফোন করে বা স্টেশনে গিয়ে তথ্য জেনে নেওয়াও বুদ্ধিমানের কাজ হবে।[Indian Railways helpline number 139]