সুপ্রিম কোর্ট জানাল, এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৭ ও ১৪ সেপ্টেম্বর ২০২৫। কোনওভাবেই পিছোবে না নির্ধারিত সময়।
সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ
রাজ্যের বহুল আলোচিত এসএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ নির্ধারিত দিনেই হবে। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর কোনওভাবেই পরীক্ষা পিছোবে না।৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধে-র বেঞ্চ এই রায় দেন।
কারা আবেদন করেছিল
কিছু প্রার্থী, যাঁদের মধ্যে ছিলেন-
1.বিশেষভাবে সক্ষম প্রার্থী
2.বয়সসীমা সংক্রান্ত সমস্যায় থাকা প্রার্থী
তাঁরা আদালতে ছাড়ের আবেদন করেছিলেন। কিন্তু শীর্ষ আদালত তা খারিজ করে জানায়—আগেই নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে সিদ্ধান্ত হবে না। আরও দেরি হলে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।
২০১৬ সালের নিয়োগ কেলেঙ্কারি
এই মামলার সূত্রপাত ২০১৬ সালের এসএসসি নিয়োগ কেলেঙ্কারি থেকে।নিয়োগে ব্যাপক বেনিয়ম ধরা পড়ায় সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে।প্রায় ২৬ হাজার শিক্ষক ও কর্মী চাকরি হারান।আদালত নতুন নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দেয়। এরপর থেকেই একের পর এক মামলা, যার ফলে প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে ছিল।
পরীক্ষার তারিখ নিশ্চিত
৭ সেপ্টেম্বর ২০২৫ → নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা
১৪ সেপ্টেম্বর ২০২৫ → একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা
স্কুল শিক্ষা দপ্তরের দাবি, তারিখ পিছোলে গোটা নিয়োগ প্রক্রিয়া আবারও জটিল হয়ে যাবে।







