---Advertisement---

SSC প্রকাশ করল ১৮০৪ দাগি শিক্ষকের তালিকা

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

শেষ পর্যন্ত প্রকাশ্যে এল SSC-র দাগি শিক্ষকের তালিকা। মোট ১৮০৪ জনের নাম রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত SSC দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শুরুতে ১৮০৩ জনের নামের কথা বলা হলেও, প্রকাশিত তালিকায় মোট ১৮০৪ জনের নাম রয়েছে।

তালিকায় কী কী তথ্য রয়েছে

1.প্রতিটি নামের পাশে পরীক্ষার রোল নম্বর দেওয়া আছে।

2.তবে কোন স্কুলে কর্মরত ছিলেন, সেই তথ্য নেই।

3.নবম, দশম, একাদশ, দ্বাদশ—এই বিভাজন করা হয়নি।

4.অযোগ্য প্রার্থীরা যাঁরা আবার নতুন পরীক্ষায় আবেদন করেছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ড বাতিল হচ্ছে বলে জানা গেছে।

Read More- উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫: বর্ষার আশঙ্কায় বিশেষ সতর্কতা, কী জানাল শিক্ষা সংসদ

কারা আছেন এই দাগি তালিকায়

1.কুহেলী ঘোষ – রাজপুর-সোনারপুরের তিনবারের তৃণমূল কাউন্সিলর

2.প্রিয়ঙ্কা মণ্ডল – তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ

3.অজয় মাজি – পিংলার জলচক পঞ্চায়েতের অঞ্চল সভাপতি

4.একাধিক বিধায়কের আত্মীয়

চিন্ময় মণ্ডল, চাকরিহারা শিক্ষক, বলেন—
“আমরা আগেই বলেছিলাম দাগি কারা, সবাই জানে। SSC শুধু লিস্টটা প্রকাশ করতে চাইছিল না। এখন যখন নতুন পরীক্ষা চলছে তখন বাধ্য হয়ে লিস্ট বের করেছে। কিন্তু আমাদের চাকরি ফিরবে তো?”

কেন এত দেরিতে প্রকাশ পেল লিস্ট

আইন বিশেষজ্ঞদের মতে, কোর্টের নির্দেশ না এলে হয়তো লিস্ট প্রকাশ্যে আসত না। এর আগে কয়েক দফা আদালতে শুনানির পর কমিশনকে বাধ্য করা হয় তথ্য দিতে।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---