কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩৭°C ছাড়িয়েছে, আর আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহ প্রচুর পরিমানে বাড়তে চলেছে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০°C-এর কাছাকাছি পৌঁছাতে পারে, এর সঙ্গে শুষ্ক গরম হাওয়া (লু) বইবে ।
কলকাতার গরম: কখন স্বস্তি মিলবে?
১। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬°C, সর্বনিম্ন ২৬.৪°C।

২। আর্দ্রতা বেশি থাকায় গরম আরও অসহ্য লাগছে ।
৩। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিন, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৪°C বেশি থাকবে।
Read more – প্রধানমন্ত্রী সূর্য ঘর-মুফত বিজলি যোজনা কী: কীভাবে আবেদন করবেন জেনে নিন
গরম থেকে বাঁচতে কী করবেন?
১। দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ এড়িয়ে চলুন।
২। ORS, ডাবের পানি, লেবু-জল পর্যাপ্ত পান করুন।
৩। সুতি কাপড় পরুন, সরাসরি এসি/ফ্যানের বাতাস এড়িয়ে চলুন।
আগামী সপ্তাহের পূর্বাভাস
অঞ্চল | তাপমাত্রা | আবহাওয়া |
---|---|---|
কলকাতা | ৩৬-৩৯°C | শুষ্ক, গরম |
পশ্চিমের জেলাগুলি | ৩৮-৪১°C | তাপপ্রবাহ |
উত্তরবঙ্গ | ২৮-৩২°C | বিক্ষিপ্ত বৃষ্টি |
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে। তবে তার আগে গরম কোমর কোনো সম্ভবনা নেই বলে জানা গেছে।