আর জি কর হাসপাতালের মহিলা ডাক্তার কে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে ন্যায় ও বিচারের দাবিতে
এবার পথে নামলেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রাক্তনীরা
এদিন বহরমপুর টেক্সটাইল মোড় থেকে বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা ন্যায়ের দাবিতে পথে হাটলেন, তার মধ্যে বহু প্রবীণ নাগরিক রয়েছেন যারা এই প্রাক্তনীদের মধ্যে শামিল এবং বিভিন্ন সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবংতারা মিছিলে সামিল হন।
এই সুবিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।