কেন্দ্রীয় সরকারের “নগদ হস্তান্তর” (Direct Benefit Transfer – DBT) নীতির বিরুদ্ধে এবার দেশজুড়ে ফুঁসে উঠেছেন লাখো রেশন ডিলার। সরকারের এই সিদ্ধান্তে রেশন ডিলারদের ভবিষ্যৎ অন্ধকার বলে দাবি করছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।
[hide]

কী এই নতুন নীতি?
1.সরকার এখন চাল, গমের পরিবর্তে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাচ্ছে।
2.পাইলট প্রজেক্ট হিসেবে চণ্ডীগড়, পুদুচেরি ও লাক্ষাদ্বীপে এই ব্যবস্থা চালু হয়েছে।
রেশন ডিলারদের প্রধান আপত্তি কী?
1.আয়ের উৎস হারাবে – রেশন ডিলাররা প্রতি কেজি চাল/গমে কমিশন পান, যা DBT-তে থাকবে না।
2.চাকরি হারানোর ভয় – সরকারি রেশন ব্যবস্থা বন্ধ হলে লাখো ডিলার বেকার হবেন।
3. কেন্দ্রীয় সরকারের যুক্তি: স্বচ্ছতা বনাম বাস্তবতা
Read more – পোস্ট অফিসের মাসিক আয় স্কিমে কিভাবে আবেদন করবেন দেখে নিন।
সরকারের দাবি:
ডিজিটাল ইন্ডিয়া লক্ষ্য মেনে করাপশন কমবে।
মধ্যবর্তী লেনদেন বন্ধ হয়ে গরিবরা সরাসরি টাকা পাবেন।
কিন্তু সমস্যা কোথায়?
1.অনেক দরিদ্র পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই।
2.মহিলা ও বয়স্করা ডিজিটাল লেনদেনে অসুবিধায় পড়বেন
এই বিতর্ক শুধু নীতির নয়, কোটি মানুষের খাদ্য নিরাপত্তার। সরকার ও রেশন ডিলারদের মধ্যবর্তী পথ খুঁজে নেওয়া উচিত, যাতে গরিবরা উপকৃত হয় এবং ডিলাররা বেকার না হন।