---Advertisement---

আর রেশন পাবেন না ১৫ লক্ষ মানুষ: সরকারের বড় সিদ্ধান্তে মহা বিপাকে সাধারণ মানুষ

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

রেশন কার্ডধারীদের জন্য বড় ধাক্কা মধ্যপ্রদেশ সরকারের নতুন সিদ্ধান্তে প্রায় ১৫ লক্ষ মানুষ রেশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দরিদ্র পরিবারগুলির জন্য রেশন কার্ড ছিল খাদ্য নিরাপত্তার শেষ ভরসা, কিন্তু এবার সরকারি তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ায় হতাশা ছড়িয়েছে।সরকারের যুক্তি, স্বচ্ছতা ও প্রকৃত উপভোক্তাদের কাছে রেশন পৌঁছানো নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

কেন বাদ পড়লেন ১৫ লক্ষ মানুষ

সরকারের নতুন ই-কেওয়াইসি (e-KYC) যাচাই প্রক্রিয়ায় ধরা পড়েছে যে মৃত ব্যক্তিদের নামে এখনও রেশন সংগ্রহ হচ্ছে।এমন অনেক পরিবার আছে ৪ মাস বা তার বেশি সময় ধরে রেশন কেনেননি।জালিয়াতি ও ডুপ্লিকেট রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে।রাজ্যে প্রায় ৮৩ লক্ষ রেশন কার্ড ই-কেওয়াইসি এখনও বাকি, যার মধ্যে ৩-৪ লক্ষ কার্ড নকল বা অবৈধ বলে সন্দেহ করা হচ্ছে।

ই-কেওয়াইসি না করলে মিলবে না রেশন

সরকার ‘ই-কেওয়াইসি অভিযানে’ জোর দিয়েছে। এই ডিজিটাল যাচাই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন বায়োমেট্রিক আধার যাচাই করা হচ্ছে, অন্যদিকে খতিয়ে দেখা হচ্ছে কারা প্রকৃতপক্ষে রেশন নিচ্ছেন। এখন পর্যন্ত যাদের নাম বাদ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে—অনেকে আর জীবিত নেই ।কেউ গত ৪ মাস ধরে রেশন কেন্দ্রেই যাননি। কারও নাম একাধিক জায়গায় নথিভুক্ত। কেউ বছরের পর বছর রেশন নেওয়াই বন্ধ করে দিয়েছেন। এই সমস্ত তথ্য সরকারি সার্ভে থেকে উঠে এসেছে।

সরকারি সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত ৮৩ লক্ষ রেশন কার্ডধারীর ই-কেওয়াইসি বাকি। এর মধ্যে ৩-৪ লক্ষ নাম নকল বা জাল হতে পারে বলেই আশঙ্কা। এই নামগুলিও যাচাইয়ের পরে তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে এতে সুবিধাভোগীদের সংখ্যা কমলেও প্রকৃত দরিদ্র মানুষরা রেশন পাবেন বলেই আশ্বস্ত করছে প্রশাসন। সরকার বলছে, এই অভিযান শুধুমাত্র বাদ দেওয়ার জন্য নয়। বরং যাঁরা সত্যিই দরিদ্র অথচ রেশন পান না, তাঁদের এই তালিকায় যুক্ত করাই মূল উদ্দেশ্য। এই প্রকল্পের মাধ্যমে সমাজের সেই সমস্ত মানুষ উপকৃত হবেন, যাঁদের একমাত্র খাদ্যনির্ভরতা এই রেশনের ওপর।

কীভাবে আবার রেশন কার্ড পাবেন

যাদের নাম বাদ পড়েছে, তারা ৩১ মে, ২০২৪-এর মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন করে পুনরায় তালিকাভুক্ত হতে পারবেন

১। আধার-ভোটার কার্ড লিঙ্ক করুন।

২। স্থানীয় রেশন ডিলার বা সিভিল সাপ্লাই অফিসে যান।

৩। বায়োমেট্রিক যাচাই (আঙুলের ছাপ/আইরিস স্ক্যান) সম্পন্ন করুন।

যাদের রেশন কার্ড বাতিল হয়েছে, তারা দ্রুত ই-কেওয়াইসি সম্পন্ন করুন। এই সিদ্ধান্তে কিছু অসাধু লোকের ফাঁকি বন্ধ হলেও, অনেক গরিব পরিবারও আক্রান্ত হয়েছে। সরকারের উচিত প্রকৃত প্রয়োজনমাফিক নীতি প্রণয়ন করা।

যাঁদের এখনও ই-কেওয়াইসি হয়নি, তাঁদের জন্য শেষ সময় ৩১ মে। এই সময়ের মধ্যে যদি ই-কেওয়াইসি না হয়, তবে সেই রেশন কার্ড তালিকা থেকে বাদ পড়তে পারে।

শেয়ার করুন

---Advertisement---