---Advertisement---

৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে PAN ও Aadhaar লিঙ্ক না করলে বন্ধ হবে PAN।

Avijit Juin

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

আপনার PAN কার্ড আর Aadhaar এখনও লিঙ্ক করেননি? তাহলে এবার সতর্ক হোন! ভারত সরকারের তরফ থেকে আবারও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে যদি PAN ও Aadhaar লিঙ্ক না করা হয়, তাহলে আপনার PAN বন্ধ (Inactive) হয়ে যেতে পারে। আর একবার বন্ধ হয়ে গেলে, গুরুত্বপূর্ণ আর্থিক কাজগুলোতে অসুবিধার সম্মুখীন হতে হবে।

কেন এত গুরুত্বপূর্ণ এই লিঙ্কিং

PAN (Permanent Account Number) এবং Aadhaar (আধার নম্বর) – এই দুটি নথি ভারতের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংকিং, ইনভেস্টমেন্ট, ITR ফাইলিং, ক্রেডিট কার্ডের আবেদন—সব কিছুতেই PAN আবশ্যিক। সরকার চাইছে, সব নাগরিকের একটি একক ডিজিটাল পরিচয় থাকুক, যাতে জালিয়াতি রোধ করা যায় এবং কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা যায়।

CBDT (Central Board of Direct Taxes) জানিয়েছে, এই কাজ নির্ধারিত সময়ে না করলে PAN বন্ধ হয়ে যাবে, এবং এরপর আর্থিক লেনদেনে এই কার্ড আর ব্যবহার করা যাবে না।

দেরিতে লিঙ্ক করলে ফি কত

যারা ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে লিঙ্ক করবেন না, তাদের জন্য রয়েছে ₹১,০০০ টাকা ফি ।এই ফি লাগবে যাদের এই দুটো কার্ডই আছে

কীভাবে PAN ও Aadhaar লিঙ্ক করবেন অনলাইনে

১। https://www.incometax.gov.in – এই অফিসিয়াল ওয়েবসাইটে যান

২ ,“Link Aadhaar” অপশনে ক্লিক করুন

৩। ,PAN ও Aadhaar নম্বর দিন

৪। OTP দিয়ে ভেরিফাই করুন

৫। সাবমিট করলেই কাজ শেষ

অফলাইনে:

১। নিকটবর্তী NSDL বা UTIITSL সেন্টারে যান

২। Annexure-I ফর্ম পূরণ করুন

৩। PAN ও Aadhaar-এর ফটোকপি দিন

৪। প্রয়োজনীয় ফি দিন (যদি প্রযোজ্য হয়)

সরকার ইতিমধ্যেই একাধিকবার সময়সীমা বাড়িয়েছে। তবে এবার CBDT জানিয়েছে, এটাই চূড়ান্ত ডেডলাইন হতে পারে।

FAQs:

১। PAN ও Aadhaar লিঙ্ক করতে কি কোনও ডকুমেন্ট লাগে। শুধু PAN নম্বর, Aadhaar নম্বর ও মোবাইল নম্বর (OTP-এর জন্য) লাগবে।

২। লিঙ্ক হয়ে গেছে কিনা কিভাবে জানব। ইনকাম ট্যাক্স ওয়েবসাইটে গিয়ে “Link Aadhaar Status” চেক করুন।

৩। যদি লিঙ্ক না করি তাহলে কী হবে।PAN নিষ্ক্রিয় হয়ে যাবে, এবং তা দিয়ে আর কোনও আর্থিক কাজ করা যাবে না।

৪। লিঙ্কিং করতে কত সময় লাগে। অনলাইনে করলে কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়।

শেয়ার করুন

---Advertisement---