Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ জানুয়ারিতে নয়, মার্চ 2026-এ হতে পারে। বিলম্বের কারণ, সম্ভাব্য তারিখ ও কী নতুন অপেক্ষায়।
Samsung Galaxy S26-এর লঞ্চ কবে ও কেন বিলম্ব
টেক জগতের চাহিদা অনুযায়ী, Samsung প্রায়ই তার ফ্ল্যাগশিপ স সিরিজের (Galaxy S) নতুন ফোনগুলো জানুয়ারি মাসে আনতো। কিন্তু এইবার দেখা যাচ্ছে, Samsung Galaxy S26 সিরিজ সেই রুটিন মেনেই যাচ্ছে না — লঞ্চ হয়তো মার্চ 2026 তে হবে।
Samsung Galaxy S26 উন্নয়ন ও মডেল-পরিকল্পনায় পরিবর্তন
একাধিক রিপোর্ড অনুযায়ী, Galaxy S26 সিরিজের বেস মডেল (বা Pro রূপ)-এর উন্নয়ন এখনও শেষ হয়নি।
পাশাপাশি, “Edge” মডেলের পরিকল্পনায় পরিবর্তন হয়েছে — হয়তো বাতিল হয়েছে বা বিকল্প মডেলে নিয়ে যাওয়া হয়েছে।
বিশেষ মডেল যেমন Ultra-র ক্ষেত্রে হয়তো সময়মতো কাজ হয়েছে, কিন্তু পুরোদমে সিরিজ লঞ্চের জন্য বাকি মডেল অপেক্ষায় রয়েছে।
Read More – MTV মিউজিক চ্যানেল বন্ধ: ৪০ বছরের স্মৃতি শেষ
Galaxy S26 লঞ্চ তারিখ পিছানোর সম্ভাব্য সময়সূচি
সাধারণ রপ্তানিতে Galaxy S সিরিজ জানুয়ারিতে আনতে দেখা গেছে। তবে এখন রিপোর্ট বলছে, এইবার মার্চ 2026 তে হতে পারে।
যদিও কিছু রিসোর্স জানায় “এখনই নিশ্চিত নয়” তাই একদম ঠিক সময় বলা যাচ্ছে না।







