---Advertisement---

 পিছিয়ে গেল Samsung Galaxy S26 লঞ্চের দিন জানুন নতুন তারিখ

Sabir

Published

Galaxy S26

Join WhatsApp

Join Now
---Advertisement---

Samsung Galaxy S26 সিরিজ লঞ্চ জানুয়ারিতে নয়, মার্চ 2026-এ হতে পারে। বিলম্বের কারণ, সম্ভাব্য তারিখ ও কী নতুন অপেক্ষায়।

Samsung Galaxy S26-এর লঞ্চ কবে ও কেন বিলম্ব

টেক জগতের চাহিদা অনুযায়ী, Samsung প্রায়ই তার ফ্ল্যাগশিপ স সিরিজের (Galaxy S) নতুন ফোনগুলো জানুয়ারি মাসে আনতো। কিন্তু এইবার দেখা যাচ্ছে, Samsung Galaxy S26 সিরিজ সেই রুটিন মেনেই যাচ্ছে না — লঞ্চ হয়তো মার্চ 2026 তে হবে।

Samsung Galaxy S26 উন্নয়ন ও মডেল-পরিকল্পনায় পরিবর্তন

একাধিক রিপোর্ড অনুযায়ী, Galaxy S26 সিরিজের বেস মডেল (বা Pro রূপ)-এর উন্নয়ন এখনও শেষ হয়নি।

পাশাপাশি, “Edge” মডেলের পরিকল্পনায় পরিবর্তন হয়েছে — হয়তো বাতিল হয়েছে বা বিকল্প মডেলে নিয়ে যাওয়া হয়েছে।

বিশেষ মডেল যেমন Ultra-র ক্ষেত্রে হয়তো সময়মতো কাজ হয়েছে, কিন্তু পুরোদমে সিরিজ লঞ্চের জন্য বাকি মডেল অপেক্ষায় রয়েছে।

Read More – MTV মিউজিক চ্যানেল বন্ধ: ৪০ বছরের স্মৃতি শেষ

Galaxy S26 লঞ্চ তারিখ পিছানোর সম্ভাব্য সময়সূচি

সাধারণ রপ্তানিতে Galaxy S সিরিজ জানুয়ারিতে আনতে দেখা গেছে। তবে এখন রিপোর্ট বলছে, এইবার মার্চ 2026 তে হতে পারে।

যদিও কিছু রিসোর্স জানায় “এখনই নিশ্চিত নয়” তাই একদম ঠিক সময় বলা যাচ্ছে না।

শেয়ার করুন

---Advertisement---