---Advertisement---

EWS সার্টিফিকেট অনলাইনে কীভাবে পাবেন:EWS CERTIFICATE Online apply 2025

Sabir

Published

ews certificate

Join WhatsApp

Join Now
---Advertisement---

বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে “Economically Weaker Section Reservation (EWS CERTIFICATE) সার্টিফিকেট” নামে পরিচিত সার্টিফিকেটটির জন্য অনলাইন আবেদন সম্ভব হয়েছে। সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শ্রেণির (General Category) প্রার্থীদের জন্য ১০ % সংরক্ষণ সুবিধা রয়েছে।

EWS সার্টিফিকেট এর জন্য কি লাগবে

১। পরিবারিক বার্ষিক আয় সর্বোচ্চ ₹৮ লক্ষ হতে হবে।
২। পরিবারের মালিকানাধীন কৃষিজমি ৫ একর বা তার কম হতে হবে।
৩। পৌরসভার (Municipality) এলাকায় প্লট রয়েছে হলে তার আয়তন ১০০ বর্গ গজের কম হতে হবে।
৪। পৌরসভার বাইরে প্লট হলে আয়তন ২০০ বর্গ গজের কম হতে হবে।
৫। আবাসিক ফ্ল্যাট বা বাড়ি থাকলে তা ১০০০ বর্গ ফুট বা তার কম হতে হবে।
৬। আবেদনকারীকে SC/ST/OBC-র আবশ্যিক রিজার্ভেশন ক্যাটাগরিতে থাকতে হবে না। অর্থাৎ সাধারণ (General) ক্যাটাগরিতে থাকা দরকার।
৭। পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করতে হবে (ডোমিসাইল বা বাসকারী হিসেবে)।

Read More – পেনশন লাইফ সার্টিফিকেট এখন অনলাইনে: বাড়িতে বসে নিজের ফোনে জমা দিন সহজেই

EWS CERTIFICATE অনলাইন আবেদন প্রক্রিয়া

১। রাজ্য সরকারের ‘কাস্ট সার্টিফিকেট’ অফিসিয়াল পোর্টালে যান ( – https-//castcertificatewb.gov.in)। ২। ২। হোমপেজে “Apply for EWS” অথবা অনুরূপ অপশন ক্লিক করুন।
৩। আবেদন ফরমের ক্ষেত্রে “State” অথবা “Central” ফরম্যাট নির্বাচন করুন (যদি প্রয়োজন হয়)।
৪। জেলা, মহকুমা, ব্লক বা পৌরসভার তথ্য দিন।
৫ আবেদনকারীর নাম, বাবার নাম, মোবাইল নম্বর, ই-মেইল, ভোটার ID, আধার কার্ড ইত্যাদি তথ্য দিন।
৬। ঠিকানা প্রদান করুন (বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা)।
৭। দুইজন স্থানীয় রেফারি (Referee)-এর নাম ও ঠিকানা দিন।
৮ পাসপোর্ট সাইজ রঙিন ছবি আপলোড করুন।
৯। আপনার এবং আপনার বাবা-মায়ের আয়ের উৎস, কৃষিজমি, আবাসিক সম্পত্তি ইত্যাদি বিবরণ দিন।
১০। প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
১১। ফরম সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন। তার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করুন এবং প্রিন্ট করে রাখুন।
১২। প্রিন্ট করা কপি ব্লক অফিস বা মহকুমা শাসকের দপ্তরে জমা দিতে হবে (যদি অনলাইন–অনুসরণে এই ধাপ রয়েই যায়)।

EWS CERTIFICATE প্রয়োজনীয় নথিপত্র

১। আধার কার্ড (Aadhaar) বা রেশন কার্ড।
২। ভোটার ID কার্ড ও প্যান কার্ড (আবেদনকারী অথবা বাবা-মায়ের)।
৩। জন্মস্বরূপ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড।
৪। আয়ের প্রমাণপত্র (যেমন ইনকাম সার্টিফিকেট) ও কৃষিজমির দলিল/পর্চা (যদি থাকে)।
৫। সেলফ-ডিক্লারেশন ফর্ম যেখানে পরিবারের আয়ের ও সম্পদের বিবরণ দেওয়া থাকে।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---