গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য রেজিনগরে

এক ঘৃহ বধূর ঝুলন্ত মৃতদেহকে ঘিরে ব‍্যাপ চাঞ্চল্য রেজিনগরে,

ঘটনাটি রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়ায় বুধবার সকালে এক ঝুনন্ত ঘৃহ বধূর মৃত দেহ উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ, মৃতের নাম * আলমাস খাতুন বয়স 20, মেয়ের বাড়ি একই পাড়াতে, বিয়ে হয়ে ছিল তিন বছর আগে কোলে একটা বাচ্চা, মেয়ের বাড়ির অভিযোগ 3বছর থেকেই টর্চার এবং মারধর করে, মঙ্গল বার রাতে মেয়েকে মের গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে জামাই, শ্বশুর ও শাশুড়ি, শ্বশুর ও জামাই পলাতক, সকলে জানা জানি হতে পাড়ার লোক ঐ বাড়ি ভাঙচুর চালায় এই নিয়ে ব‍্যাপক চাঞচ‍্য ছড়ায় এলাকায় খবরপেয়ে রেজিনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, সেই সঙ্গে শাশুড়িকে আটোক করে নিয়েযায়, শাশুড়ির নাম বানেরা বিবি, শ্বশুরের নাম আব্দুল রহমান, জামাই সাফিউল সেখ, মেয়ের বাড়ির লোজন ফাঁসির দাবি চেয়ে অভিযোগ করে,