ক্যান্সার চিকিৎসার খরচ কমাতে কেন্দ্র আনতে চলেছে সস্তা বীমা প্রকল্প। রোগীরা পাবেন ক্যাশলেস চিকিৎসা ও সহজ বীমা সুবিধা।ভারতে প্রতিবছর প্রায় ১৪ লক্ষ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন (সূত্র: ICMR, 2024)। চিকিৎসার খরচ এতটাই বেশি যে অনেক পরিবার ঋণ বা সম্পত্তি বিক্রি করে চিকিৎসা চালান। কেন্দ্রীয় সরকার সংসদের পিটিশন কমিটির ১৬৩তম রিপোর্টের ভিত্তিতে ক্যান্সার রোগীদের জন্য সস্তা বীমা প্রকল্প আনার পরিকল্পনা করছে।
কী প্রস্তাব দিয়েছে কমিটি
কমিটির রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে—
1.স্ট্যান্ডার্ড চিকিৎসা প্যাকেজ
ক্যান্সার নির্ণয় ও চিকিৎসার জন্য নির্দিষ্ট মূল্যের প্যাকেজ তৈরি।
এগুলি সরকারি বীমা প্রকল্পের সঙ্গে যুক্ত করা।
2.ওষুধ ও টিকার উপর নিয়ন্ত্রণ
বর্তমানে ৪২টি ক্যান্সার ওষুধের উপর ৩০% পর্যন্ত মার্জিন ক্যাপ আছে।
একই নিয়ম টিকা, ইমিউনোথেরাপি ও ওরাল কেমোথেরাপির ক্ষেত্রেও চালু করার প্রস্তাব।
3.বীমা ও ক্যাশলেস সুবিধা
রোগীরা বীমা নেটওয়ার্কে যুক্ত হয়ে নগদহীন চিকিৎসা (Cashless Treatment) পাবেন।
নতুন ক্যান্সার হাসপাতাল ও পিপিপি (PPP) মডেলে হাসপাতাল তৈরির সুপারিশ।
4.গ্রামীণ এলাকায় ফোকাস
নতুন স্ক্রিনিং সেন্টার ও ডাক্তার নিয়োগ।
জাতীয় স্তরে ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি সম্প্রসারণ।
5.সামাজিক সচেতনতা
ক্যান্সার নিয়ে থাকা লজ্জা ভাঙতে সেলিব্রিটি ও Survivor-দের এগিয়ে আসা উচিত।
এনজিওদের মাধ্যমে সচেতনতা প্রচার।
ওষুধ কোম্পানির দায়িত্ব
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে Patient Assistance Program-এ অংশগ্রহণ করতে হবে। এতে দূরবর্তী ও দরিদ্র রোগীরা সস্তায় ওষুধ ও চিকিৎসা পাবেন।
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ
ভারতের স্বাস্থ্য খরচের মধ্যে প্রায় ২২% ক্যান্সার চিকিৎসায় ব্যয় হয় (সূত্র: WHO, 2024)।
প্রতি বছর প্রায় ৮.৫ লক্ষ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করেন।
সস্তা বীমা আসলে সাধারণ মানুষের নাগালে ক্যান্সার চিকিৎসা পৌঁছে দিতে সাহায্য করবে।






