---Advertisement---

গোপডাল গ্রামে সেবা পক্ষকাল:মোদীজির জন্মদিন খণ্ডঘোষ মণ্ডল-১, ৫০০ টি পরিবারকে বৃক্ষ বিতরণ করা হলো

news24ghanta.bhp@gmail.com

Published

kanan maji bjp

Join WhatsApp

Join Now
---Advertisement---

ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিন উপলক্ষে গ্রহগ্রাম অঞ্চলের গোপডাল গ্রামের বুথ ১০১-এ খণ্ডঘোষ মণ্ডল-১ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষচারা বিতরণ কর্মসূচি আয়োজিত হয়। এদিন ৫০০ পরিবারের হাতে সেগুন ও মেহগনি চারা গাছ প্রদান করা হয়।

kanan maji bjp


উদ্দেশ্য ছিল প্রত্যেক পরিবারের সদস্য তাঁদের মায়ের নামে অন্তত একটি গাছ রোপণ করবেন, যাতে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরি হয় এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভাইস প্রেসিডেন্ট হরে কৃষ্ণ মণ্ডল, খণ্ডঘোষ মণ্ডল-১ মণ্ডল সভাপতি কানন মাঝি, প্রাক্তন সভাপতি রসরাজ পোদ্দার এবং গোপডাল বুথ কমিটির সদস্যরা। সকলেই একসঙ্গে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, গাছ লাগানোর মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার শপথ নেন।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---