---Advertisement---

সহজেই WhatsApp-এ আধার কার্ড ডাউনলোড করুন

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

WhatsApp-এ সহজে আধার কার্ড ডাউনলোড করুন। DigiLocker ও MyGov Helpdesk ব্যাবহার করে মিনিটের মধ্যে আধার পেতে শিখুন। আজকের ডিজিটাল যুগে আধার কার্ড আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাঙ্কিং থেকে শুরু করে সরকারি পরিষেবা, মোবাইল সিম থেকে প্যান কার্ড— সব জায়গায় আধার কার্ড প্রয়োজন। কিন্তু হঠাৎ করেই যখন বাইরে থেকে আধার দরকার হয়ে যায়, তখন অনেক সময় সমস্যা হয়। ছবি সংরক্ষণ করলেও সেটি সর্বদা কার্যকরী নয়। এই সমস্যা কাটিয়ে উঠতে এখন WhatsApp-এ আধার কার্ড ডাউনলোড করার সহজ পদ্ধতি রয়েছে।

WhatsApp-এ আধার ডাউনলোডের প্রয়োজনীয়তা

DigiLocker এবং mAadhaar অ্যাপ ছাড়াও এখন WhatsApp-এ আধার ডাউনলোডের সুবিধা পাওয়া যাচ্ছে। এটি বিশেষভাবে সুবিধাজনক যখন ফোনে কোনো অ্যাপ ইন্সটল নেই বা ইন্টারনেট সংযোগ কম থাকে। UIDAI (Unique Identification Authority of India) এবং DigiLocker Official Website অনুসারে, এই পদ্ধতি সম্পূর্ণ নিরাপদ ও সরকারি অনুমোদিত।

কীভাবে WhatsApp-এ আধার ডাউনলোড করবেন

1.নম্বরটি সেভ করুন
MyGov Helpdesk-এর অফিসিয়াল WhatsApp নম্বর 9013151515 সেভ করুন।
2.WhatsApp খোলুন
নম্বরটি ওপেন করে “Hi” লিখে পাঠান।
3.বিভিন্ন অপশন দেখতে পাবেন
চ্যাটবটে অটো রিপ্লাই আসবে। “DigiLocker Services” সিলেক্ট করুন।
4.আধার নম্বর প্রদান করুন
আপনার ১২ সংখ্যার আধার নম্বর লিখে পাঠান।
5.OTP দিয়ে ভেরিফাই করুন
রেজিস্টার্ড মোবাইলে আসা OTP চ্যাটবটে লিখুন।
6.ডকুমেন্ট নির্বাচন করুন
ভেরিফিকেশন শেষ হলে DigiLocker-এ থাকা ডকুমেন্ট তালিকা দেখতে পাবেন। ‘Aadhaar Card’ অপশনটি সিলেক্ট করুন।
7.আধার কার্ড পেয়ে যাবেন
কিছুক্ষণের মধ্যে আধার কার্ড PDF ফর্ম্যাটে WhatsApp-এ চলে আসবে।

সুবিধা

DigiLocker অ্যাপ বা mAadhaar অ্যাপ ছাড়াই কাজ করে।

সরকারি অনুমোদিত, সম্পূর্ণ নিরাপদ।

শুধুমাত্র কয়েক মিনিট সময় লাগে।

যেকোনো সময় সহজে আধার কার্ড পেতে পারবেন।

সতর্কতা

OTP গোপন রাখুন।

শুধুমাত্র অফিসিয়াল নম্বর (9013151515) ব্যবহার করুন।

ভুয়া নম্বর বা ওয়েবসাইট থেকে তথ্য প্রদান করবেন না।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---