জানুন এশিয়া কাপ ২০২৫-এ ভারতের ম্যাচ কবে কবে। আবুধাবি ও দুবাইতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি ও বিশ্লেষণ পড়ুন।এশিয়া কাপ ২০২৫ মাত্র কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহা ক্রিকেট প্রতিযোগিতা। এবারে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) অনুষ্ঠিত হবে। মোট ৮টি দেশ অংশ নিচ্ছে। তার মধ্যে অন্যতম শক্তিশালী দল ভারত। চলুন জেনে নেই ভারতের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি।
ভারতের ম্যাচ সূচি (Asia Cup 2025 India Match Schedule)
1.ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী (UAE)
১০ সেপ্টেম্বর ২০২৫
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম রাত ৮টা
2.ভারত বনাম পাকিস্তান
১৪ সেপ্টেম্বর ২০২৫
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম রাত ৮টা
3.ভারত বনাম ওমান
১৯ সেপ্টেম্বর ২০২৫
আবুধাবি স্টেডিয়াম রাত ৮টা
সুপার ফোর স্টেজ এবং ফাইনাল
ভারতের অবস্থান সুপার ফোর স্টেজে পাকা হলে ম্যাচের তারিখ
সুপার ফোর ম্যাচ
২০ সেপ্টেম্বর – B1 বনাম B2
২১ সেপ্টেম্বর – A1 বনাম A2
২৩ সেপ্টেম্বর – A2 বনাম B1
২৪ সেপ্টেম্বর – A1 বনাম B2
২৫ সেপ্টেম্বর – A2 বনাম B2
২৬ সেপ্টেম্বর – A1 বনাম B1
ফাইনাল
২৮ সেপ্টেম্বর ২০২৫
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম রাত ৮টা
গুরুত্বপূর্ণ তথ্য
প্রায় সব ম্যাচ ভারতীয় সময় রাত ৮টা থেকে শুরু হবে, শুধুমাত্র UAE বনাম ওমান ম্যাচটি ৭:৩০ টায় শুরু হবে।
ভারতের স্কোয়াডে রয়েছেন
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব সহ আরও ১০ জন খেলোয়াড়।







