---Advertisement---

হোমগার্ড ও এনভিএফ কর্মীদের জন্য পিএফ প্রস্তাব নবান্নে

Sabir

Published

Join WhatsApp

Join Now
---Advertisement---

হোমগার্ড, এনভিএফ ও সহযোগী পুলিশ কর্মীদের জন্য EPF চালুর প্রস্তাব নবান্নে। আর্থিক সুরক্ষায় নতুন উদ্যোগে রাজ্যের নজর।

হোমগার্ড, এনভিএফ কর্মীদের আর্থিক সুরক্ষায় উদ্যোগ

রাজ্যে দীর্ঘদিন ধরে হোমগার্ড, এনভিএফ, সিভিক ও ভিলেজ পুলিশ কর্মীদের জন্য কোনও প্রভিডেন্ট ফান্ড (PF) সুবিধা ছিল না। এর ফলে অবসরের পর বা জরুরি পরিস্থিতিতে তারা আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তেন। এবার সেই সমস্যার সমাধানে EPF চালুর প্রস্তাব নবান্নে পাঠানো হয়েছে।

কেন জরুরি হল EPF

পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে এই প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে রাজ্য পুলিশের স্থায়ী কর্মীরা GPF (General Provident Fund) সুবিধা পান। কিন্তু হোমগার্ড ও সহযোগী পুলিশদের জন্য কোনও সঞ্চয় প্রকল্প নেই।
EPF চালু হলে কর্মীরা
1.মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমাতে পারবেন
2.বিপদের সময় জমাকৃত টাকার একটি অংশ তুলতে পারবেন
3.অবসরের পর আর্থিক সুরক্ষা পাবেন

সম্ভাব্য প্রভাব

যদি এই প্রস্তাব গৃহীত হয়, তবে
1.প্রায় ৫০ হাজারেরও বেশি হোমগার্ড ও এনভিএফ কর্মী উপকৃত হবেন (সূত্র: WB Police Welfare Reports, 2025)।
2.জরুরি সময়ে ঋণের বোঝা না নিয়ে PF টাকায় সমস্যা মেটানো যাবে।
3.অবসরের পরও স্থায়ী আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে।

অতীতে নবান্নের পদক্ষেপ

এর আগে নবান্ন ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে সহযোগী পুলিশদের জন্য:
1.চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল
2.অবসরে এককালীন ₹৫ লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা করা হয়
3.চাকরিরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি ও ₹৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল
এবার ভবিষ্যৎ সঞ্চয় নিশ্চিত করতেই EPF চালুর পথে হাঁটছে রাজ্য।

Displayed: 0 (Real: 0)

শেয়ার করুন

---Advertisement---