সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার বিতর্কে বর্ধমানের এএসআই সাসপেন্ড। মুখ্যমন্ত্রীর সফরের আগে জেলা পুলিশের কড়া পদক্ষেপ।বর্ধমান সফরে আসার আগে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে সাসপেন্ড হলেন এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI)। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটার পর মঙ্গলবার সকালে পুলিশ কড়া ব্যবস্থা নেয়। জেলা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই এএসআই দেবাশিস কুমার দে-কে সাসপেন্ড করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
ভিডিও ভাইরাল ঘিরে বিতর্ক
একটি ভিডিও সোমবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়—
মুখ্যমন্ত্রীর সভাস্থল বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে যান জেলা শাসক আয়েশা রানি ও পুলিশ সুপার সায়ক দাস। এসময় সাংবাদিক ও চিত্রসাংবাদিকরা ছবি তুলছিলেন।হঠাৎই এএসআই দেবাশিস কুমার দে এক সাংবাদিককে ছবি তুলতে বাধা দেন এবং তাঁকে বের করে দেন।ভিডিও ভাইরাল হতেই সাংবাদিক মহল এবং নেটিজেনদের তীব্র সমালোচনা শুরু হয়।
জেলা পুলিশের অবস্থান
পুলিশ সূত্রে খবর, সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার রাজ্য পুলিশের নীতি বিরুদ্ধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই জনসংযোগ ও পুলিশের আচরণ সম্পর্কে সচেতন থাকার বার্তা দিয়েছেন। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এএসআই-কে সাসপেন্ড করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর বর্ধমান সফরের কর্মসূচি
মমতা বন্দ্যোপাধ্যায় আজ বর্ধমান সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সূত্রের খবর—
1.পূর্ব ও পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বৈঠক করবেন।
2.জেলা পরিষদ সভাধিপতি ও কর্মাধ্যক্ষরা উপস্থিত থাকবেন।
3.সরাসরি পাট্টা বিলি ও সরকারি প্রকল্পের সুবিধা বিতরণ করতে পারেন।
4.একাধিক রাস্তা ও উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করার সম্ভাবনা রয়েছে।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়া মাত্রই জেলা পুলিশের দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে সাংবাদিকদের ভূমিকা প্রশাসন গুরুত্ব সহকারে নেয়। তবে এ ধরনের ঘটনা ভবিষ্যতে রোধ করতে পুলিশের আচরণ নিয়ে আরও কঠোর প্রশিক্ষণ প্রয়োজন।







