কলকাতা হাইকোর্টে দুর্গাপুজো অনুদান মামলা। রাজ্যকে জানতে চাওয়া হল, শংসাপত্র ছাড়া কোন কমিটিকে অনুদান কেন দেওয়া হয়েছে।কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ফের উঠল দুর্গাপুজো অনুদান (Durga Puja donation) নিয়ে মামলা। সোমবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে শুনানির সময় আদালত প্রশ্ন তোলে—যে সব পুজো কমিটি ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ (Utilization Certificate) জমা দেয়নি, তাদের কেন অনুদান দেওয়া হয়েছে?
আদালতের কড়া পর্যবেক্ষণ
বিচারপতিরা মন্তব্য করেন, সরকারি অনুদানের অর্থ কোথায় খরচ হচ্ছে, তা জানাতে নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কমিটি এখনও সেই শংসাপত্র জমা দেয়নি
আদালতের প্রশ্ন–
কতগুলি পুজো কমিটি সার্টিফিকেট দেয়নি?
তারা অনুদান পেল কীভাবে?
এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না?
রাজ্যের বক্তব্য
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান—
1.২০২৩ সালের মার্চে আদালতে বলা হয়েছিল, ৫০০-র বেশি পুজো কমিটি অনুদান পেয়েছে।
2.এর মধ্যে ৩৬টি কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি।
তবে বিচারপতি সুজয় পাল স্পষ্ট করে বলেন, “আমরা সংখ্যার হিসাব চাই না। আদালতের আগের নির্দেশ মানা হয়েছে কি না সেটাই জানতে চাই।
কেন গুরুত্বপূর্ণ এই মামলা
দুর্গাপুজোতে পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছর বিভিন্ন কমিটিকে অনুদান দেয়। ২০২৪ সালে প্রতিটি পুজো কমিটিকে ৭০,০০০ পর্যন্ত অনুদান দেওয়া হয়েছিল (সূত্র: WB I&CA Dept). আদালত চাইছে, এই সরকারি অর্থের সঠিক হিসাব যেন দেওয়া হয়।







